আজ এক নেতাকে (বন্ধু মানুষ) প্রশ্ন করেছিলাম "আওয়ামীলীগ" শব্দের অর্থ কী? উওরের আশায় হতাস হলাম। আথচ এসব মাকাল দের নিয়েই আমরা লাফা লাফি করি। তাদের ফুলের মালা পরিয়ে পেছন থেকে জয় বাংলা বলে চিল্লাই। আসলে কি জয় বাংলা বলে শ্লোগান দিয়ে বংলাকেই অপমান করি না? এই সমাজের সবাই মিলে দলবদ্ধ ভাবে অপমান করি। এছারা আর কি ই বা আশা করব। যেখানে চুরির দায়ে গভর্নর আতিউর রহমানকে পদত্যাগ করতে হয়, যেখানে বোন তনুকে রেপ করে হত্যা করা হয়, আর সেই লাস অর্ধ উলঙ্গ আবস্থায় রাস্তায় পরে থাকে সেই সমাজের মানুষের কাছথেকে এমনটাই প্রাপ্য। ( আওয়ামীলীগ ভায়েরা পজিটিভ ভাবে নিয়েন । হয়ত আমি অযোগ্য নেতাকে বুঝাতে একটু বারা বারি করে ফেলেছি।.
No comments