Header Ads

A story of a Middleclass Family

middleclass

Shafiul Islam - 08/05/2015
 আবর্জনায় ঠাসা বাংলার সমাজ। আর সেই আবর্জনার মধ্যস্তানে পরে থাকা কিছু মানুষা, যারা শোষন এর শিকার হয় প্রতিনিয়ত। আমার মতে তারাই মধ্যবিত্ত। কখনও ক্ষমতাধর উচ্চ শ্রেনীর কিছু কিট, কখনওবা মৃদু দারিদ্র, আবার কখনওবা স্বপ্ন। এই সব দারাই তারা শোষিত। আমাদের জানা কথা, একজন মধ্যবিত্ত কর্তা কখনওই তার মনের আকাঙ্খা সম্পর্ন ভাবে মেটাতে পারেনা। যুগের সাথে তাল মিলিয়ে না পারে সন্তানদের আধুনিকতার নিকটে আনতে, না পারে স্ত্রীর সকল বাসনা পুরন করতে। তার কথা না হয় বাদ ই দিলামা । তারও তো কিছু সখ আছে। কিন্তু সব দিক বিবেচনা করে ইচ্ছাটাকে সে দমিয়ে রাখে। তাই বলে সে যে স্বপ্ন দেনা, তা কিন্তু না। স্বপ্ন সবাই ই দেখে। কিন্তু মধ্যবিত্তের স্বপ্ন আলাদা। তাদের স্বপ্নের ৮০% ই অবাস্তবে পরিনত হয়। তাদের সব স্বপ্ন বাস্তবকে নিয়ে। আর তাদের সবচেয়ে বড় স্বপ্ন তাদের সন্তান কে নিয়ে। সন্তানের জন্যে তাদের সব সুখ বিসর্জন দিতে তারা রাজি। কিন্তু আমরা সন্তানরা সেটা না বুঝেই তাদের কষ্ট দিয়ে ফেলি। কখনও জেনে বুঝে, আবার কখনও না বুঝেই নিজের আজান্তে। কিন্তু কখনও মধ্যবিত্ত বাবা মা কে সন্তানের থেকে মুখ ফিরিয়ে নিতে দেখেছেন? যতটুকু দেখেছেন, সবই অভিমান। আমিও মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমি আব্বু আম্মুকে উপরে বর্নিত দুইভাবেই কষ্ট দিয়েছি। এই সব কিছু মিলিয়ে মনের মধ্যে এখন এক জগাখিচুড়ি আবস্থা। "but, আব্বু promise আমি নিজে সব কিছু করিনি। এক হাতে তালি বাঝেনা আব্বু। তোমার শেখানো নিতি, শিক্ষা কোনটাই ভুলিনি। আমি মন থেকে কখনও কারো ক্ষতি চাইনি আব্বু। তাও কেন এমন হলো জানিনা। hope, still তুমি আমাকে বিশ্বাস কর। নওইলে সব সময় তোমার support পেতাম না। আজ ও বললে," বাবু, কিছু হয়নি। অত tantion করনা। কি হইছে, একটা বছরের ই তে বেপার। কি? বন্ধুদের জন্যে মন খারাপ হচ্ছে? আরে, বন্ধুত্ব টা তো মনের বেপার। তুমি তাদের মন থেকে বন্ধু ভাবো। দেখবা সব ঠিক ঠাক ই থাকবে। কিন্তু, একটা কথা বাবা, বন্ধুদের দোষ ধরার বদআভ্যসটা কম করতে হবে!"

No comments

copyright b33 © 2016. Powered by Blogger.