Subscribe to:
Post Comments
(
Atom
)
You are seeing the Latest Post
আমায় ধরে রাখো, আমায় বেঁধে রাখো আটকে রাখো চওড়া হাতে আর করো না দেরি জড়াও পায়ে বেড়ি পালিয়ে যাওয়ার পণ করেছি রাতে আমায় ভেঙে গুঁড়ো টুকরো টুকরো করো তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা মাতাল হাওয়ার সাথে মেঘের হাতে হাতে উড়ে যাওয়ার আগে কাটো ডানা আমায় পুড়িয়ে খাঁক ছাইয়ে মন চাপা রাখ ছাইপাঁশ স্মৃতি তবু আঁচে ধরে কেনো দপ করে যদি জ্বলি তোমাকে পুড়িয়ে ফেলি ছারখারে সব শেষ করি না যেন... আমায় ধুয়ে মুছে বাঁধিও রঙিন কাঁচে তবু কেন ঘুণপোকা খুঁজে নিয়ে আসা নিজের থেকে বেশি অকারণে রাশি রাশি তোকে ঘিরে কেন বাঁধি মোর ভালোবাসা আমায় ধরে রাখো, আমায় বেঁধে রাখো আটকে রাখো চওড়া হাতে আর করো না দেরি, জড়াও পায়ে বেড়ি পালিয়ে যাওয়ার পণ করেছি রাতে
No comments